মেহেদী হাসান, দুর্গাপুরঃ
২৮ ডিসেম্বর (রবিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজশাহী দু্র্গাপুরে “দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব” সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ৭ টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাশতুরা আমিনা (ইউএনও) দুর্গাপুর, রাজশাহী।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, ভীতি প্রদর্শন, ভোটারদের ওপর চাপ সৃষ্টি, ভোটকেন্দ্র দখলের চেষ্টা বা বিশৃঙ্খলার আশঙ্কা সংক্রান্ত যাচাইকৃত তথ্য দায়িত্বশীলভাবে তুলে ধরা, এলাকায় অবৈধ অর্থ প্রবাহ, অপরাধী চক্রের সক্রিয়তা বা সংঘবদ্ধ অপতৎপরতার বিষয়ে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র ও জনমত উপস্থাপন করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে ছড়ানো গুজব, ভুয়া খবর ও উসকানিমূলক প্রচারণা শনাক্ত করা যাতে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি না হয় এ বিষয়ে সতর্ক থেকে বস্তনিষ্ট সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরোও বলেন, সাংবাদিক জাতির বিবেক । একজন সাংবাদিক সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে সংবাদ উপস্থাপন বা প্রচার করলে তা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। কোন কিছুতে প্রভাবিত না হয়ে আপনারা সত্য তুলে ধরবেন এটাই জাতি প্রত্যাশা করে।
মত বিনিময় সভায় সাংবাদিকদের হয়ে মত প্রকাশ করেন, আলামিন হক বিজয়, জাহিদুল ইসলাম, জুবায়ের তুহিন । সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সকল সদস্য। প্রায় ২ ঘন্টা সময় নিয়ে চলে এই সভা।

