ঢাকাSaturday , 19 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ ও প্রাণনাশের অপপ্রচার: থানায় অভিযোগ দায়ের

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর দুর্গাপুর থানার মোহাম্মাদপুর এলাকার এক সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজি ও প্রাণনাশের মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী সাংবাদিক মোঃ এজাজুল মুন্না (আগুন) জানান, গত ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে দুর্গাপুর থানার বিয়াড় গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৩৫) কোনো কারণ ছাড়াই তার (মুন্না) বিরুদ্ধে এক লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ করেন এবং বলেন, চাঁদা না দিলে মুন্না তাকে হত্যার হুমকি দেন—এমন একটি ভিডিও বিভিন্ন রাজনৈতিক মহলে এবং মিডিয়ায় ছড়িয়ে দেন।

মুন্না বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক। এই মিথ্যা ভিডিও ও অপপ্রচারের মাধ্যমে আমার সম্মানহানি করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়, যা আমাদের সাংবাদিক সমাজের জন্য অপমানজনক।”

তিনি আরও জানান, অভিযুক্ত শহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সমাধানের কোনো সদিচ্ছা দেখা যায়নি। বরং এখনো অপপ্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

এ ঘটনায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক মুন্না।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

dailyalochitosangbad