দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ
৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয় গত ৮ই মার্চ সকাল ১০.৩০ মিনিটে উপজেলা হল রুমে।
১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট উইমেন্স কনফারেন্স’ হয়। এই সম্মেলনে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির উইমেন্স অফিসের নেতা ক্লারা জেটকিন একটি বার্ষিক ‘আন্তর্জাতিক নারী দিবস’ চালুর ধারণা উপস্থাপন করেন।
জাতিসংঘ ১৯৭৫ সালকে ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ ঘোষণা করে। একই বছর বিশ্ব সংস্থাটি প্রথমবারের মতো ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে। প্রাথমিক পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস পালনের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট দিন-তারিখ ছিল না। তবে সাধারণত ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চের শুরুর দিকে দিবসটি পালিত হতো। পরে অবশ্য ৮ মার্চ নির্ধারিত হয়।
২০২৫ সালে দিবসটির ১১৪ বছর পূর্ণ হয়েছে।এবার জাতিসংঘ দিবসটির প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” । আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। তিনি নারীদের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত নারীদের অনুপ্রেরণা । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার। আরও উপস্থিত ছিলেন শত শত নারী।
জনাব সাবরিনা তাঁর বক্তব্যে বলেন, নারীদের একজন সচেতন মা হতে হবে, বাল্যবিবাহ বন্ধ করতে হবে। এছাড়াও বিভিন্ন নির্যাতনের শিকার হলে ঘরে বসে না থেকে বিভিন্ন হট লাইন নাম্বার আছে। সরকারি সেই নাম্বার গুলোতে ফোন দিয়ে সহায়তা নিতে হবে। বিভিন্ন ইভটিজিং এর শিকার হলে মুখ বুজে বসে থাকা যাবে না প্রতিবাদী হতে হবে । সেসব হটলাইনে ফোন দিতে হবে। প্রয়োজনে উপজেলা পরিষদে এসে অভিযোগ করতে হবে। সকলের জন্য উপজেলা পরিষদের উন্মুক্ত আছে। নারীরা চিরকালই সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে নারীরাও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রতি বছর ৮ মার্চ সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এই দিনটি সম্পূর্ণরূপে নারী এবং তাঁদের সম্পর্কিত সমস্যা গুলির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য উৎসর্গীকৃত। খেলাধুলার জগত হোক বা বিনোদন বা রাজনীতির ক্ষেত্র—সর্বত্রই নারীর জয়ের পতাকা উড়ছে৷