দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় মতবিনিময় সভা করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এর সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
এ সময় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ যোবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, রাজশাহী জেলা সহকারি কমিশনার জাফর আহম্মদ, সহকারি কমিশনার ইয়াছিন মিয়া, সহকারি কমিশনার নুরুল আবছার সবুজ, সহকারি কমিশনার প্রিতম চক্রবর্তী, সহকারি কমিশনার ফাবলিহা আনবার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার নুরে শেফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল হক, সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, সমবায় অফিসার আজগর আলী, আনসার ভিডিপি অফিসার সেলিনা, ফ্যায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার সাইদুর রহমানসহ সকল দপ্তরের কর্মচারী বৃন্দ ও দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী নুরুজ্জামান লিটন, দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী শামীম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন সহ উপজেলা ও পৌর বিএনপি এবং জামায়াতের সকল অঙ্গ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি নুরুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন, দুর্গাপুর উপজেলার সরকারি জলাশয়গুলো উন্মুক্ত করে দেয়ার কথা বলেন যেন সাধারণ জেলে পরিবার মৎস্য স্বীকার করে জীবিকা নির্বাহ করতে পারে। তিনি আরও বলেন, এই উপজেলা যেহেতু মৎস্য চাষের উপর নির্ভর সেজন্য পুরাতন পুকুর গুলো সংস্কারের কথা বলেন। এছাড়াও দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের ভবনকে বহুতল ভবন স্থাপনের জন্য অনুরোধ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, রাজশাহী জেলার অন্যান্য সকল উপজেলার থেকে দুর্গাপুর উপজেলা অনেকটায় উন্নত। এই উপজেলার মানুষ শিক্ষা অনুরাগী, সচ্ছল ও সাবলম্বী। এই উপজেলার প্রধান অর্থকরী ফসল পান,ধান,মাছ ও আলু । এছাড়াও সকল প্রকার ফসল উৎপাদন হয় এই উপজেলায়। তাঁরা আরও বলেন, দুর্গাপুর উপজেলা আধুনিকায়ন,অধিক উৎপাদন ও কৃষি উন্নয়নে কাজ করে যাবে জেলা ও উপজেলা প্রশাসন। এই লক্ষ্যে তাঁরা দুর্গাপুর উপজেলা বাসির সহযোগিতা কামনা করেন।