বাগমারা থানার এস আই আঃ মজিদের নামে চাঁদাবাজি অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ রাজশাহী জেলা বাগমারা থানার পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আঃ মজিদের নামে চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন রাজশাহী দূর্গাপুর উপজেলা সুখানদিঘী গ্রামের ভুক্তভোগী মোঃ জিয়াউর রহমান।
গত ২০ ই জানুয়ারি রাজশাহী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাগমারা মোহনগঞ্জ বাজারে ভুক্তভোগীর কসমেটিকস ও মনিহারি দোকান। সেই দোকান ভাঙচুর ও লুটপাট এবং তাকে মারধরের বিষয়ে কেন্দ্র করে বিজ্ঞ আদালতে মামলা হয় । এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আঃ মজিদ। তিনি বাদীর কাছে তদন্ত প্রতিবেদন পক্ষে দেওয়ার জন্য ৩০ হাজার টাকা দাবি করলে বাদীর নিকট চাপ প্রয়োগ করে ১০ হাজার টাকা নেন । পরবর্তীতে এস আই আঃ মজিদ বিবাদী গণের কাছ হইতে বেশি পরিমাণে উৎকোচ নিয়ে বিবাদীদের পক্ষে বিজ্ঞ আদালতে মামলার প্রতিবেদন পাঠান। এমন টাই উল্লেখ আছে অভিযোগ পত্রে।
এই বিষয়ে জানতে চেয়ে এস আই আঃ মজিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে এর আগেও একটি নিউজ হয়েছে। এসপি অফিসে কি অভিযোগ হয়েছে আমার জানা নাই।
অভিযোগ বিষয়ে জানতে চেয়ে রাজশাহী পুলিশ সুপারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি পরে মন্তব্য করতে চান। এরপর একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।