নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলা ১নং নওপাড়া ইউনিয়নের কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয় গত ২০শে মে নওপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে।
উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মোঃ তাজমুল তান টুটুল, মোঃ সাইদুর রহমান মন্টু,মোঃ তোফায়েল হোসেন রাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মী বৃন্দ সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মী।
বক্তারা বিএনপির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে বলেন,বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রাজনৈতিক দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়। জিয়াউর রহমান তাঁর শাসনকে অসামরিকী করণের অভিপ্রায়ে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি দল গঠন করেন। উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুল সাত্তার ছিলেন এর আহবায়ক। জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হলে, বিশেষ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিবেচনায় রেখে ঢাকার রমনা ময়দানে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের ঘোষণা দেন। অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম মহাসচিব। জিয়াউর রহমান ছিলেন এর আহবায়ক। বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তাঁরা আরও বলেন, জনাব তারেক রহমানের ৩১ দফার অংশ হিসেবে আগামীর প্রতিটি কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের জায়গা নিশ্চিত করা হবে। যারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে দলীয় কোন কার্যক্রমে অংশ গ্রহণ করেন নি তারা আবার কিভাবে দলের গুরুত্বপূর্ণ পদের আশা করেন।
বক্তারা আওয়ামী লীগের দোসরদের হুঁশিয়ার করে বলেন, ১৭ বছর অনেক অত্যাচার করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, নেতা কর্মীদের ঘরবাড়ি ভাংচুর করেছেন, বাড়ি ছাড়া করেছেন। বিএনপি একটি স্বচ্ছ ও শান্তি প্রিয় দল। আমরা সংঘাত চাই না। তার মানে এই না দেশের ও জনগণের ক্ষতি করার চেষ্টা করলে বিএনপি ঘরে বসে থাকবে। বিএনপি তা আইনি প্রক্রিয়ায় কঠোর হস্তে দমন করবে।
১ নং নওপাড়া ইউনিয়নের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ পদের জন্য সভাপতি পদে ৬, সাধারণ সম্পাদক পদে ৩ এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জনের নাম প্রস্তাবিত হয়। দ্রুত সময়ের মধ্যে কমিটির নাম ঘোষণা করা হবে বলে জানা যায়। এই সময় নওপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।