অনলাইন ডেস্কঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ দোয়া আয়োজনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) সচিব (উপসচিব) নমিতা দে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই চিঠিটি ভাইরাল হয়।
এরপর আজ মঙ্গলবার সচিব নমিতা দে’কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
জানা গেছে, গত ২০ মার্চ তার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। চিঠিটি প্রকাশের পর সমালোচনা শুরু হলে তা সংশোধন করে শেখ মুজিবুর রহমানের নামটি বাদ দেয়া হয়।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) নমিতা দে সাংবাদিকদের জানান,ভুলবশত গতবারের চিঠি কপি পেষ্ট করতে গিয়ে সংশ্লিষ্ট কর্মচারিরা ভুল করেছিল। এরপর তাড়াহুড়ো করতে গিয়ে ভালভাবে না পড়ে স্বাক্ষর করেছি।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত রয়েছেন নমিতা দে। পূর্বের আওয়ামী সমর্থিত মেয়রদের সাথেও তার ভালো সম্পর্ক ছিল। গত ৫ আগস্টের পর তাকে বদলী করা হলেও অদৃশ্য কারণে সেই আদেশ কার্যকর হয়নি।বরং তাকে আরও গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়ন করা হয়। গত ১৩ নভেম্বর তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ে ন্যস্ত করা হলেও তিনি গাজীপুর সিটি করপোরেশনেই থেকে যান।
এদিকে, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক চিঠিতে নমিতা দে’কে বর্তমান কর্মস্থল থেকে বদলি পূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করে আদেশ দেওয়া হয়।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ [email protected]