দুর্গাপুরে হিমাগারে আলুর গাড়ির দীর্ঘ লাইন, তীব্র যানজটের ভোগান্তিতে সাধারণ মানুষ
আলামিন হক বিজয়ঃ
রাজশাহী দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামে নীগার কোল্ড স্টোরে আলু সংরক্ষণের জন্য গাড়ির দীর্ঘ সারিতে সৃষ্টি হওয়ায় তীব্র যানজটের কবলে পড়েছে সাধারণ মানুষ।
এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে,বাজারে আলুর দাম না থাকায় কৃষক ও ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। ফলে বিপুল পরিমাণ আলু সংরক্ষণের জন্য হিমাগারের সামনের রাস্তায় আলু ভর্তি ট্রাক,পিকআপ,ট্রলি,ভ্যানের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।
গত ৮-১০ দিনের চাপ সহ্য করতে পারছে না কর্তৃপক্ষ এমনটাই বলেছেন কর্মচারীদের অনেকেই। তারা আরো বলেন,জনগণের চাপে আমরা দিশেহারা হয়ে পড়েছি। অতিরিক্ত ভিড় ও যানজট সামাল দেওয়া কঠিন হয়ে গেছে। আমরা দিন-রাত পরিশ্রম করেও কাজ শেষ করতে পারছি না। একদিকে আলুর সরবরাহ বেশি, অন্যদিকে সংরক্ষণের জায়গার অভাব। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাচ্ছে।
আলুর দাম কম থাকায় কৃষকরা স্টোরে আলু সংরক্ষণ করতে মরিয়া হয়ে উঠেছেন।
কৃষকরা বলেন,বাজারে আলুর ন্যায্য দাম পাচ্ছি না, তাই কোল্ড স্টোরে রাখছি। কিন্তু এখানে জায়গা পেতে আমাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। যানজটের কারণে সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়েছেন।
হিমাগারের আশেপাশে বসবাস করা জনগণের অভিযোগ গত ৮-১০ দিন থেকে এই যানজট সৃষ্টি হয়ে আছে। যানজট থাকবে আরো ১০-১৫ দিন।জরুরী সেবা ৯৯৯ এ একাধিক বার কল করা হলেও প্রশাসনের কোন সাড়া পাইনি। শব্দে ঘুমাতে পারিনা,ধূলোয় বাড়িতে থাকা যায় না।
বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে যানজট নিরসনে উদ্যোগ নেবেন এবং কৃষকদের দুর্ভোগ কমানোর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
নীগার কোল্ড স্টোরের মালিক পক্ষের সাথে গেটে দেখা হলে তিনি বলেন, রাস্তায় কথা হবে না,আপনারা অফিস রুমে আসেন। অফিস রুমে গিয়ে তাকে আর পাওয়া যায়নি। জানা যায় এই হিমাগারের মালিক মৃত্যু শিল্পপতি নবী। বর্তমানে সার্বিক তত্ত্বাবধানে আছেন তার ভাই মোঃ নুরুল ইসলাম।
যানজট নিরসনের কাজ করছে দুর্গাপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ জনাব দুরুল হুদা তিনি জানান, কয়েকদিন যাবত যানজট বেঁধে আছে তা নিরসনে প্রতিনিয়ত কাজ করছে প্রশাসন। আশা করছি খুব শীঘ্রই সড়কটি যানজট মুক্ত হয়ে যাবে।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ [email protected]