দুর্গাপুরে শ্রমিক দলের দোয়া ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলা শ্রমিক দল ও ৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক দোয়া ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত ১৩ই মার্চ কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক জনাব মোঃ আলাউদ্দিন, সঞ্চালনায় ছিলেন মোঃ মাসুদ রানা, আহবায়ক, উপজেলা তাঁতি দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এড.সৈয়দ শাহীন শওকত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ। প্রধান বক্তা জনাব রোকুজ্জামান আলম, সভাপতি শ্রমিক দল রাজশাহী জেলা শাখা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মী।
বাংলাদেশের একটি জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন। এটি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন কর্তৃক অনুমোদিত।শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়, উৎপাদন বৃদ্ধি এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৩ মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন।
প্রধান বক্তা রোকনুজ্জামান আলম তাঁর বক্তব্যে বলেন,স্বৈরাচারবিরোধী আন্দোলনে শ্রমিক দলের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিক দলের নেতাকর্মীরাও ছিল আন্দোলনের সম্মুখ সারিতে। এতে অসংখ্য নেতাকর্মী হতাহত হয়েছেন। এখন পর্যন্ত ৬৮ জন নিহতের তালিকা প্রস্তুত করা হয়েছে। আহতের সংখ্যাও কয়েক সহস্রাধিক। জাতীয়তাবাদী শ্রমিক দল এসব নিহতের অবদান জাতির সামনে তুলে ধরবে। ইতোমধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীরা শহিদদের তালিকা ধরে সহায়তা করে আসছেন। আগামীতেও শহিদ পরিবারের পাশে থাকবে জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনটি।
প্রধান অতিথি জনাব এড.সৈয়দ শাহীন শওকত তাঁর বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনাকে হটাতে রেকর্ডসংখ্যক শ্রমিক জীবন দিয়েছে। তাদের রক্ত যাতে বৃথা না যায়, সে লক্ষ্যে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করবো। শহিদরা বাংলাদেশের ভাগ্যহত মানুষের অধিকার আদায়ের মাইলফলক হিসাবে থাকবে।বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে শ্রমজীবী মানুষের শ্রম ও ঘামের ওপর। কৃষি উৎপাদন, প্রবাসী রেমিট্যান্স এবং গার্মেন্ট শ্রমিকরাই সচল রেখেছে বাংলাদেশের অর্থনীতি। আরও স্পষ্ট করে বললে, তুলনামূলক স্বল্পশিক্ষিত মেহনতি মানুষই বাংলাদেশের আর্থিক খাতের প্রাণশক্তি। আর মধ্য ও উচ্চশিক্ষিত বিরাট এক জেনারেশন এ দেশে বেকার! কিন্তু দুর্ভাগ্য, যাদের পরিশ্রমে রক্ত আর ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরছে, তারা আজ অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের বাস্তবতায় শ্রমিকশ্রেণি এবং ছাত্রসমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর শক্তি। ছাত্রসমাজ ও শ্রমিকশ্রেণি জেগে উঠলে বাংলাদেশের নতুন ইতিহাস লেখা সম্ভব। অলরেডি শ্রমিকরা নতুন উদ্যমে সংগঠিত ও সোচ্চার হয়েছে। তিনি দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক আলাউদ্দিনে সুনাম করে বলেন, আলাউদ্দিন শ্রমিক দলের যোগ্য নেতা তার নেতৃত্বে উপজেলা শ্রমিক দল আজ অনেক সুসংগঠিত ও বেগবান।
পরিশেষে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।