দুর্গাপুর পুলিশের চমক, আবারো গ্রেফতার ৭
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ দুরুল হোদা ৫ই আগষ্ট ফ্যাসিবাদী হাসিনার সরকার পতনের পর দেশের ক্রান্তিকালে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সেই সঙ্কট কালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সহিত শক্ত হাতে আইন শৃঙ্খলা রক্ষা করে একের পর এক সফলতা এনে দিয়েছেন দুর্গাপুর পুলিশ বাহিনীকে । সেই সফলতার ধারাবাহিকতায় গত ১২ই ফেব্রুয়ারি নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ও অস্ত্র মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সহ ৭ জনকে গ্রেফতার করেছেন দুর্গাপুর থানা পুলিশ।
দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪আগষ্ট নাশকতা, বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান আলী ও অস্ত্র মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন আলী, ঝালুকা গ্রামের যুবলীগ নেতা আব্দুস ছালাম, মাড়িয়া গ্রামের ছাত্রলীগ নেতা….. , জয়নগর গ্রামের আওয়ামী লীগ নেতা মনছুর রহমান (৫০), ফৌজদারি মামলায় গোড়খাঁই গ্রামের আ: কাজি (৪৮), মাদক মামলায় বাজুখলসি গ্রামের শফিকুল ইসলাম (৫৬) ও ওয়ারেন্ট মামলায় মাড়িয়া গ্রামের মকছেদ আলী (৫৫) কে গ্রেফতার করেছেন দুর্গাপুর থানা পুলিশের একাধিক চৌকস টিম।
অভিযান পরিচালনা কারি একাধিক অফিসার বললেন, গোপন সংবাদের ভিক্তিতে দুর্গাপুর থানার ওসি মোঃ দুরুল হোদা স্যারের দিক নির্দেশনায় এসআই রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তারা অস্ত্র, নাশকতা, মাদক, ওয়ারেন্ট ভুক্ত আসামি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হোদা বলেন, বিভিন্ন মামলায় পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন, আমি আইনের রক্ষক। দুর্গাপুরে যদি কোন ব্যক্তি বা দল সংগ বদ্ধ হয়ে আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তবে আমি তা আইনি ভাবে কঠোর হস্তে দমন করবো।