ওরশে অতিরিক্ত মাদক সেবনে ২ জন অসুস্থ হয়ে ১ জনের মৃত্যু । ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলা হাট কানপাড়া বাজারে কালাচাঁদ শাহের মাজারে বার্ষিক ওরশে অতিরিক্ত মাদক সেবন করে নাচা নাচির সময় ২ ব্যক্তি অসুস্থ হলে ঘটনা স্থলে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায় ।
সরেজমিনে গিয়ে জানা যায়, মাজারে অতিরিক্ত গাঁজা সেবন করে নাচা নাচি করার সময় মাটিতে পড়ে ইমান আলী মুন্টু (৬০) নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন । অসুস্থ অপর জনের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়ায় মৃত ব্যক্তির মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে এমনটাই অভিযোগ স্থানীয় জনগণের । গত বৃহস্পতিবার আনুমানিক রাত ৩.৩০ মিনিটে এ মৃত্যুর ঘটনা ঘটে বলে জানান উপস্থিত জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের বাগাতীপাড়া উপজেলার রহিমানপুর গ্রামে ইমান আলী মুন্টুর বাড়ি । বর্তমানে তিনি দূর্গাপুর উপজেলার শাইবাড় গ্রামে দ্বিতীয় বিয়ে করে বসবাস করতেন । তবে মৃত ব্যক্তির মরদেহ দুই পরিবারের কে বা কারা নিয়ে গিয়ে দাফন সম্পূর্ণ করেছেন, এখন পর্যন্ত তা পরিষ্কার করে জানা যায়নি ।
কালাচাঁদ শাহের মাজারে ৭৪ তম ওরশ মোবারক চলাকালীন সময়ে শেষ দিনে অতিরিক্ত গাঁজা সেবন জনিত কারণে ইমান আলী মুন্টু মৃত্যুবরণ করেন বলে উপস্থিত জনতা জানান । পরে হাট কানপাড়া কালাচাঁদ শাহের মাজারের সভাপতি ফকির বাছের উদ্দিন নকশাবন্দী মৃত ব্যাক্তির লাশ সু-কৌশলে সুজন আহম্মেদ নামের ব্যক্তিকে দিলে তিনি মাইক্রো যোগে নিয়ে যান কিন্তু কোথায় লাশ নিয়ে যাওয়া হয় তা কারো জানা নেই । পরবর্তীতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়েছে এমনটাই ধারনা কৌতুহলি জনতার ।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও গত ২৮ জানুয়ারি হইতে ৩০ জানুয়ারি ৩ দিন ব্যাপী এই ওরশের (সাধু সমাবেশ) আয়োজন করা হয় । এই বছর সভাপতির দায়িত্ব পালন করেন ফকির বাছের উদ্দিন নকশাবন্দী ।
কালাচাঁদ শাহের মাজার ওরশের ইতিহাসে এই বছরের ন্যায় এতো প্রকাশ্যে মাদক ব্যবসা ও মাদক সেবন ইতি পূর্বে দেখা যায়নি । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ওরশের সভাপতি ফকির বাছের উদ্দিন নকশাবন্দী মোটা অংকের অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের এহেন সুযোগ তৈরি করে দিয়েছেন । মাদক নিয়ে এই বছর মাইকে কোন সতর্ক সংকেত দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে, মাজারের সভাপতি ফকির বাছের উদ্দিন নকশাবন্দীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়ে মুঠোফোনে (০১৭৫১-৩৮৫১০৯) এই নাম্বারে দিনের বিভিন্ন সময়ে একাধিক বার কল করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।
এ বিষয়ে জানতে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হোদা'র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ছুটিতে আছি । আমাকে জানানো হয়েছে তার বয়স ৭৩ বছর । তিনি আল্লাহু আল্লাহু জিকির করতে করতে মৃত্যুবরণ করেছেন।
এ বিষয়ে দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, আমি থানার রিপোর্ট অনুসারে জেনেছি মৃত ব্যক্তি বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন।
এই বিষয়ে জানতে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্গাপুরে কালাচাঁদ শাহের মাজারে ১ বৃদ্ধের মৃত্যুর বিষয় অবগত হয়েছি এবং আপনার কাছ থেকে বিস্তারিত জানলাম । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ [email protected]