ঢাকাSaturday , 1 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ওরশে অতিরিক্ত মাদক সেবনে ২ জন অসুস্থ হয়ে ১ জনের মৃত্যু । ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন 

Link Copied!

ওরশে অতিরিক্ত মাদক সেবনে ২ জন অসুস্থ হয়ে ১ জনের মৃত্যু । ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলা হাট কানপাড়া বাজারে কালাচাঁদ শাহের মাজারে বার্ষিক ওরশে অতিরিক্ত মাদক সেবন করে নাচা নাচির সময় ২ ব্যক্তি অসুস্থ হলে ঘটনা স্থলে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায় ।

সরেজমিনে গিয়ে জানা যায়, মাজারে অতিরিক্ত গাঁজা সেবন করে নাচা নাচি করার সময় মাটিতে পড়ে ইমান আলী মুন্টু (৬০) নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন । অসুস্থ অপর জনের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়ায় মৃত ব্যক্তির মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে এমনটাই অভিযোগ স্থানীয় জনগণের । গত বৃহস্পতিবার আনুমানিক রাত ৩.৩০ মিনিটে এ মৃত্যুর ঘটনা ঘটে বলে জানান উপস্থিত জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের বাগাতীপাড়া উপজেলার রহিমানপুর গ্রামে ইমান আলী মুন্টুর বাড়ি । বর্তমানে তিনি দূর্গাপুর উপজেলার শাইবাড় গ্রামে দ্বিতীয় বিয়ে করে বসবাস করতেন । তবে মৃত ব্যক্তির মরদেহ দুই পরিবারের কে বা কারা নিয়ে গিয়ে দাফন সম্পূর্ণ করেছেন, এখন পর্যন্ত তা পরিষ্কার করে জানা যায়নি ।

কালাচাঁদ শাহের মাজারে ৭৪ তম ওরশ মোবারক চলাকালীন সময়ে শেষ দিনে অতিরিক্ত গাঁজা সেবন জনিত কারণে ইমান আলী মুন্টু মৃত্যুবরণ করেন বলে উপস্থিত জনতা জানান । পরে হাট কানপাড়া কালাচাঁদ শাহের মাজারের সভাপতি ফকির বাছের উদ্দিন নকশাবন্দী মৃত ব্যাক্তির লাশ সু-কৌশলে সুজন আহম্মেদ নামের ব্যক্তিকে দিলে তিনি মাইক্রো যোগে নিয়ে যান কিন্তু কোথায় লাশ নিয়ে যাওয়া হয় তা কারো জানা নেই । পরবর্তীতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়েছে এমনটাই ধারনা কৌতুহলি জনতার ।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও গত ২৮ জানুয়ারি হইতে ৩০ জানুয়ারি ৩ দিন ব্যাপী এই ওরশের (সাধু সমাবেশ) আয়োজন করা হয় । এই বছর সভাপতির দায়িত্ব পালন করেন ফকির বাছের উদ্দিন নকশাবন্দী ।

কালাচাঁদ শাহের মাজার ওরশের ইতিহাসে এই বছরের ন্যায় এতো প্রকাশ্যে মাদক ব্যবসা ও মাদক সেবন ইতি পূর্বে দেখা যায়নি । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ওরশের সভাপতি ফকির বাছের উদ্দিন নকশাবন্দী মোটা অংকের অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের এহেন সুযোগ তৈরি করে দিয়েছেন । মাদক নিয়ে এই বছর মাইকে কোন সতর্ক সংকেত দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে, মাজারের সভাপতি ফকির বাছের উদ্দিন নকশাবন্দীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়ে মুঠোফোনে (০১৭৫১-৩৮৫১০৯) এই নাম্বারে দিনের বিভিন্ন সময়ে একাধিক বার কল করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

এ বিষয়ে জানতে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হোদা’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ছুটিতে আছি । আমাকে জানানো হয়েছে তার বয়স ৭৩ বছর । তিনি আল্লাহু আল্লাহু জিকির করতে করতে মৃত্যুবরণ করেছেন।

এ বিষয়ে দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, আমি থানার রিপোর্ট অনুসারে জেনেছি মৃত ব্যক্তি বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন।

এই বিষয়ে জানতে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্গাপুরে কালাচাঁদ শাহের মাজারে ১ বৃদ্ধের মৃত্যুর বিষয় অবগত হয়েছি এবং আপনার কাছ থেকে বিস্তারিত জানলাম । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

dailyalochitosangbad