ঢাকাThursday , 16 January 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে তারুণ্যের উৎসব-২০২৫ ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহী দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১৬ই জানুয়ারি ২০২৫ ইং তারিখে তারুণ্যের উৎসব ২০২৫ ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিন এর সভাপতিত্বে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল ১০ টায় জনাব সাবরিনা শারমিনের নেতৃত্বে র‍্যালি শেষে মশা নিধন কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীসূচি,দুর্গাপুর মডেল মসজিদে প্রাঙ্গণে কুইজ প্রতিযোগিতা এবং দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠে প্রাঙ্গণে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিন, দুর্গাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আঃ আজিজ, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জিয়াউল হক রতন, সহ-অধ্যাপক মোঃ মাসুম কবির, দুর্গাপুর সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাক্তিবুল ইসলাম, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু আরিফ রুবেল, বধর্নপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ রুস্তম আলী সহ অনেকেই।

দুর্গাপুর ফুটবল একাডেমী বনাম দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে নেয় দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা ।

পুরুষ্কার বিতরণ শেষে জনাব সাবরিনা শারমিন তাঁর বক্তব্যে বলেন, এই প্রতিযোগিতার ধারাবাহিকতা ধরে রাখা দায়িত্ব দুর্গাপুর উপজেলা বাসীর । তিনি বলেন,খেলাধুলা করলে মন প্রফুল্ল থাকে । খেলাধুলার মধ্যে থাকলে মাদকাসক্তি থেকে দূরে থাকবে যুব সমাজ। মোবাইল আসক্তি থেকে দূরে থাকা যায়। যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে পারলে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার আপনাদের সন্তানের হাতে স্মার্টফোন না দিয়ে বই ও খেলার সরঞ্জাম তুলে দেন। তবেই আপনাদের সন্তানরা পরিবার,সমাজ তথা দেশে ও জাতির সম্পদ হয়ে উঠবে।

dailyalochitosangbad