নাম মোঃ আব্দুর রহিম,পিতা: মোঃ এমরান দোপাদার। গ্রামঃ বেড়া, থানাঃ দুর্গাপুর, জেলাঃ রাজশাহী।
তিনি গত ৩০ শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখ সন্ধ্যা ৭:০০ টা (আনুমানিক) সময় পাবনা কাশীনাথপুর থেকে নিখোঁজ হন। রহিম জাগরনী চক্র ফাউন্ডেশনের কাশীনাথপুর,পাবনা শাখায় কর্মরত ছিলেন । তার সহকর্মী জানান, রহিম ভাই বিকাশে থেকে টাকা উত্তোলনের জন্য বাজারে যান। সেখান থেকেই নিখোঁজ হয়েছেন । এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তার ছোট ভাই সাদ্দাম হোসেন বলেন, যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি আমার বড় ভাইয়ের সন্ধান পান দয়া করে ০১৭২২৮৬৯১৩৬ এই নম্বরে যোগাযোগ করবেন।
dailyalochitosangbad