প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ১:২৬ পি.এম
জামালপুরে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মাসুদুর রহমান : অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ রফিকুল ইসলাম (৩৮) কে আটক করেছে জামালপুরে ডিবি -১ শাখা। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে তিনটায় সদর উপজেলার নান্দিনা বাজার নেক জাহান স্কুল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নান্দিনা পুরাতন পাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। বিষয়টি নিশ্চিত করে জামালপুর ওসি(ডিবি) নাজমুস সাকিব এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান, জেলা পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনা ও সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা কালে মাদকদ্রব্য সহ ব্যবসায়ীকে আটক করে ডিবি-১ এর এসআই আতিকুর রহমান ও এসআই আব্দুল্লাহ আল আজাদ এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল। এ সময় তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার কথা স্বীকার করে। সহযোগী আসামি গ্রেফতারের চেষ্টা সহ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
- সম্পাদক ও প্রকাশকঃ আলামিন হক বিজয়
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ [email protected]
All rights reserved © 2024